Reg. No. : S/2L 26147 of 2014-15

EMAIL

info@shibpursristi.org

Call Now

8820328618

উদ্ভাবন ডিজিটাল পত্রিকা

দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় বর্ষের পুজো সংখ্যায়। ২০২০ সালের ৮ ই মার্চ আমাদের যাত্রা শুরু হয় । বহু প্রতিকূলতাকে পেরিয়েও আমাদের প্রচেষ্টা কোনো অংশেই থেমে থাকে নি । সেটা কোভিড হোক কী আম্ফান , ভরাকোটাল হোক কী ইয়াস । প্রত্যেকটি বাঁধা পেরিয়ে সৃষ্টি যেমন তার কাজ এগিয়ে নিয়ে গেছে তেমনই থেমে থাকে নি উদ্ভাবন এর প্রচেষ্টাও । শুধু উদ্ভাবনই নয় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় দৃঢ় প্রতিজ্ঞ সৃষ্টি । সেই অজ্ঞীকার স্বরূপ এবছর শালবনিতে কিছু বাচ্চার মুখে পুজোয় নতুন জামা তুলে দিতে সচেষ্ট হচ্ছি আমরা । এবার আসি পত্রিকার কথায় । এবারের পত্রিকায় আমরা বাঁধাধরা কোনো বিষয় না রাখলেও এটি পুজো সংখ্যা বলে পুজোকে উপলক্ষ্য করেই এই বারের সংখ্যাকে আমরা আপনাদের কাছে উপস্থাপিত করতে পেরেছি । যেসব শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাদের উদ্ভাবন এগিয়ে নিয়ে যেতে বরাবর আমাদের সাহায্য করে এসেছেন এবং যারা তাদের লেখা,  আঁকা, ছবি , কবিতা আমাদের পাঠিয়ে পত্রিকাকে সমৃদ্ধ করে যাচ্ছেন তাদের আবারও জানাই আন্তরিক ধন্যবাদ । সবকিছুর শেষে এটাই বলার কোভিড কিছুটা কমলেও এখানে কোভিডমুক্ত আমরা হই নি । তাই নিজেদের সুরক্ষা নিজেদেরকেই দেখতে হবে । মাস্ক পড়ুন,  হাত পরিস্কার রাখুন , জমায়েত এড়িয়ে চলুন,  সুস্থ ভাবে কোভিডের কথা মাথায় রেখে পুজো উপভোগ করুন ।